নামকরণ হিন্দুদের একটি ধর্মীয় সংস্কার,নবজাতকের নামকরণ অনুষ্ঠান। জন্মের দিন অথবা জন্মের পর দশম, একাদশ বা দ্বাদশ দিনে অনুষ্ঠানের মাধ্যমে জাতকের নামকরণ করা হয়। মনুর মতে,জন্মের দশম বা দ্বাদশ দিন হচ্ছে এ কাজের প্রশস্ত সময়।এ সময় সম্ভব না হলে, যেকোনও প্রশস্ত সময়ে নামকরণ বিধেয়।শাস্ত্রমতে শিশুর দু’টি নামের বিধান আছে, একটি প্রকাশ্য, অপরটি গুপ্ত, শুধু পিতামাতার জ্ঞাতব্য। মনুর মতে, চতুর্বর্ণের লোকের নাম হবে যথাক্রমে শুভ, বল, ধন ও হীনতা সূচক বা সুখ, রক্ষা, পুষ্টি ও সেবাবোধক। তবে বর্তমানে এই নিয়ম বহুলাংশে শিথিল হয়েছে। নামকরণেরপ্রধান অনুষ্ঠান হচ্ছে সূতিকাগ্নির অপসারণ এবং হোম ও বিশেষ মন্ত্রোচ্চারণ সহকারে আট বার ঘৃতাহুতি প্রদান। এই নাম নির্বাচন করা হয় শিশুর জন্মস্থান, বংশ, গোত্র, লিঙ্গ, ধর্ম ও নামের অর্থের উপর ভিত্তি করে। বিশুদ্ধ সিদ্ধান্ত বাংলা তারিখ ইং তারিখ সময় ২ ফাল্গুন ...