সাধ ‘সাধ খাওয়া’ বাঙালি এবং উত্তর ভারতের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। ভারতের অন্যান্য প্রদেশেও কম-বেশি এর প্রচলন রয়েছে।বাঙালি ঐতিহ্য অনুসারে ‘সাধ ভক্ষণ’-এর আক্ষরিক অর্থ হলগর্ভবতীর আকাঙ্খা অনুযায়ী খাবারের উৎসব বা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নানারকম খাবারের পাশাপাশি উপহার সামগ্রী দিয়েও হবু মায়ের কোল পূর্ণ করা হয়। গর্ভবতী যখন তাঁর গর্ভাবস্থার সাত মাস পূর্ণ করেন, মায়ের জঠরে সন্তানের অবস্থানও যখন সূদৃঢ় হয় এবং নিরাপদ হয়ে ওঠে তখনই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।আবার কেউ কেউ নবম মাসের শুরুতেও সাধ ভক্ষণের আয়োজন করে থাকেন।পরিবারের অনাগত ছোট্ট মানুষটিকে স্বাগত জানাতে এই সাধ ভক্ষণের অনুষ্ঠান। বিশুদ্ধ সিদ্ধান্ত বাংলা তারিখ ইং তারিখ সময় ২৭ মাঘ ১০/০২/২০১৯ দিবা ঘ ২/৯ মিঃ মধ্যে ২৮ ফাল্গুন ১৩/০৩/২...
Comments
Post a Comment